BJP News: 'ডিজিটাল তোলাবাজি শুরু হবে', ছাব্বিশের আগে তৃণমূলের নতুন কর্মসূচি নিয়ে কটাক্ষ সুকান্তর
ABP Ananda LIVE : ছাব্বিশের আগে তৃণমূলের নতুন উদ্যোগ। আমি বাংলার ডিজিটাল যোদ্ধা নামে কর্মসূচির সূচনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ডিজিটাল তোলাবাজি শুরু হবে। পাল্টা বিজেপির।
Birbhum News: কালীপুজোর চাঁদার জুলুম, সন্তানকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার সময় আক্রান্ত সেনা জওয়ান, হেনস্থা স্ত্রীকেও
সন্তানকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার পথে চাঁদার জুলুমের শিকার সেনা জওয়ান। কালীপুজোর চাঁদা দিতে না চাওয়ায় সিউড়িতে সেনা জওয়ানকে বেধড়ক মারধর। জওয়ানের স্ত্রীকেও হেনস্থা অভিযুক্তদের, তাঁর মোবাইল ভেঙে দেওয়ার অভিযোগ। অভিযোগ, জওয়ান যে টোটোয় যাচ্ছিলেন, তা আটকে চাঁদা চান স্থানীয় ৫-এর পল্লি ক্লাবের সদস্যরা। 'সন্তানকে ডাক্তার দেখিয়ে এসে চাঁদা দেবেন বলেন সেনা জওয়ান'। তারপরেই তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এক অভিযুক্তকে আটক করেছে পুলিশ। সেনা জওয়ান গোপীনাথ দত্ত কাশ্মীরে কর্মরত, বর্তমানে ছুটিতে বাড়ি এসেছেন তিনি।
দুবরাজপুর থেকে সিউড়িতে ডাক্তার দেখাতে এসেছিলেন সেনা হওয়ান গোপীনাথ দত্ত। ৫ মাসের বাচ্চাকে নিয়ে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন তিনি। বাচ্চা অসুস্থ ছিল, তাই স্ত্রীকে সঙ্গে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছিলেন সেনা জওয়ান। মাঝপথেই টোটো আটকে কালীপুজোর চাঁদা চাওয়া হয়। সেনা জওয়ান চাঁদা দেবেন না, এমন কথা কিন্তু বলেননি। বলেছিলেন, ডাক্তার দেখিয়ে ফেরার পথে চাঁদা দেবেন। কিন্তু চাঁদা চাইছিলেন যাঁরা, তাঁদের তর সয়নি। তৎক্ষণাৎ কেন চাঁদা দেওয়া হয়নি, তার জন্য শুরু হয় হেনস্থা। জওয়ানের স্ত্রী'র মোবাইল ভেঙে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে সিউড়ি থানার পুলিশ। সেনা জওয়ান ও তাঁর পরিবারের বাকিদের উদ্ধার করা হয়। বাচ্চাটিকে ডাক্তারের কাছে পাঠানোর ব্যবস্থা করা হয়। স্থানীয়দেরও দাবি, এই ঘটনার যতজন জড়িত সকলের জন্য যেন উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয় পুলিশের তরফে।


















