Sandeshkhali: সন্দেশখালিতে তদন্তের স্বার্থে এবার ক্যাম্প অফিস তৈরির সিদ্ধান্ত CBI-এর | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: সন্দেশখালিতে তদন্তের স্বার্থে এবার ক্যাম্প অফিস তৈরির সিদ্ধান্ত CBI-এর। CBI সূত্রে খবর, সন্দেশখালিকাণ্ডের তদন্তে নেমে এখনও পর্যন্ত। মোট ৯০০টি অভিযোগ জমা পড়েছে কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, গ্রামবাসীদের অনেকেই ইমেল মারফত অভিযোগ জানাতে পারছেন না।নিজাম প্যালেসের অফিস থেকে রোজ সন্দেশখালি যাতায়াতও সময়সাপেক্ষ, মত CBI-এর। এই পরিস্থিতিতে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ক্যাম্প অফিস তৈরির সিদ্ধান্ত, খবর CBI সূত্রে ।
সন্দেশখালিতে এবার অভিযোগ প্রত্যাহারে প্রতিবাদীর উপর হামলার অভিযোগ। সিভিক ভলান্টিয়ারের স্ত্রীকে হামলার অভিযোগ উঠছে। মুখ চেপে ধরে মহিলাকে তিন দুষ্কৃতী তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলে দাবি। সন্দেশখালি থানায় অভিযোগ দায়ের করে এমনই দাবি করেছেন প্রতিবাদী। বিজেপি নেত্রী প্রিয়ঙ্কা টিবরেওয়ালের কাছে অভিযোগ জানানোর পরই হামলা হয় বলে অভিযোগ। (Sandeshkhali Situation) এই ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে সন্দেশখালিতে। শাসকদল তৃণমূল যদিও অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন তুলছে।