Adhir Chowdhury: 'কংগ্রেস একা লড়তে সক্ষম, কার কীসে ভাল, তাদের বুঝতে দিন', সেলিমকে পাল্টা জবাব অধীরের | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: এবার কি বাংলায় কংগ্রেস-সিপিএমের সম্ভাব্য় জোটের তাল কাটল?  রাহুল-অভিষেক সাক্ষাৎ নিয়ে কংগ্রেসকে কড়া বার্তা সেলিমের, পাল্টা জবাব অধীরের । 'ভোরের অন্ধকারে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পেশাল প্লেনে রাহুল গাঁধীর ঘরে চলে গেলেন' । 'আমরা যখন বলছি চোর ধরো জেল ভরো, চোর তখন কংগ্রেসের পায়ে পরে বলছে দাদা তুমি আমাকে বাঁচাও' । '২০১১-তে কংগ্রেস সমর্থন না করলে মমতা রাইটার্সে পৌঁছনোর ক্ষমতা ছিল না' কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে, বাংলার কংগ্রেস এটা বুঝছে, গতকাল মন্তব্য সেলিমের । 'কংগ্রেস একা লড়তে সক্ষম, কার কীসে ভাল, তাদের বুঝতে দিন' । 'তৃণমূল-বিজেপির বিরুদ্ধে লড়ব, অন্য কেউ এলে তাদের বিরুদ্ধেও লড়ব' । কোন হাকিম-ডাক্তার কী বলছে, দেখে লাভ নেই, সেলিমকে পাল্টা জবাব অধীরের

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram