Congress: লোকসভা ভোটে তৃণমূলের থেকে ৫ থেকে ৮টি আসন চাইতে পারে কংগ্রেস, খবর সূত্রের। ABP Ananda Live

Continues below advertisement

Loksabha Vote: লোকসভা ভোটে (Loksabha Vote) তৃণমূলের (TMC) থেকে ৫ থেকে ৮টি আসন চাইতে পারে কংগ্রেস (Congress)। 'তৃণমূলের কাছে ৫ থেকে ৮টি আসনে রফার জন্য আলোচনা শুরু হতে পারে'। 'লোকসভা ভোটে বাংলায় ১২টি আসনে জিততে পারে কংগ্রেস'। কংগ্রেস সভাপতির কাছে এমনই রিপোর্ট দলের জোট সংক্রান্ত কমিটির: সূত্র । বাংলায় ১২টি আসনে জেতার সম্ভাবনা আছে বলে দলের কাছে রিপোর্ট। তৃণমূল এবং বাম-দু'দলের ক্ষেত্রেই পথ খুলে রাখার ইঙ্গিত: কংগ্রেস সূত্র । ২০ জানুয়ারির মধ্যে আসন রফা চূড়ান্ত করতে চায় কংগ্রেস: সূত্র। ABP Ananda Live

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram