Joynagar Incident:শত্রু ছিল না, সিপিএমের লোকেরা জড়িত কিনা নিশ্চিত নন, দাবি নিহত নেতার স্ত্রীর।ABP Ananda LIVE

Continues below advertisement

বামনগাছি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের স্বামী সইফুদ্দিন লস্করকে গুলি করে খুন। বাড়ির কাছেই শ্যুটআউট, পাল্টা তাড়া করে এক অভিযুক্তকে পিটিয়ে খুন। কী বললেন নিহতের স্ত্রী? তৃণমূল নেতা খুনের পরে ৪ ঘণ্টা ধরে ৫ কিমি দূরের গ্রামে তাণ্ডব। গ্রাম ঘিরে সিপিএম কর্মী-সমর্থকদের বাড়িতে আগুন, মারধরের অভিযোগ। 'দমকলকে আটকে, , পেট্রোল দিয়ে পরপর বাড়িতে আগুন, দর্শক পুলিশ। নেতা খুনের পাল্টা তৃণমূলের বিরুদ্ধে তাণ্ডবের অভিযোগ গ্রামবাসীদের। ছাড় পায়নি শিশুরাও, জলে ফেলে দেওয়ার বিস্ফোরক অভিযোগ। বগটুইয়ের ধাঁচে হামলা, দলুয়াখাকিতে হামলা নিয়ে দাবি সিপিএমের। অভিযোগ উড়িয়ে পাল্টা জনরোষের তত্ত্ব তৃণমূল কংগ্রেসের । নেতা খুনে সিপিএম-বিজেপির হাত, দাবি তৃণমূল কংগ্রেসের। পঞ্চায়েতে সিপিএমের অস্তিত্বই নেই, তাহলে কী করে হামলা? বখরা নিয়ে লড়াইয়েই তৃণমূল নেতা খুন, দাবি বিরোধীদের। নিহতের স্ত্রী এখনও নিশ্চিত নন, এমনই ঘটেছে কিনা।   

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram