Dilip Ghosh: এটা আসলে তাঁকে এখান থেকে সরানোর পন্থা, তৃণমূলের ট্যুইট প্রসঙ্গে দিলীপ।Bangla News
Continues below advertisement
মুখ্যমন্ত্রী জায়গা ছাড়ছেন না। ২০১৯ এ দিদিকে প্রধানমন্ত্রী করার জন্য ডাক দেওয়া হয়েছিল ব্রিগেড থেকে। সেখানে ২০১৯ এর নির্বাচনে দিদি ৩৪ থেকে ২২ এ নেমে গেলেন, ১২ টা আসন হাতছাড়া হয়ে গেল। তরপরে আবার তিনি বিধানসভায় দাঁড়ালেন, সেখানেও তারই সঙ্গী সাথী তাঁকে হারিয়ে দিলেন। দলের লোকেদের হয়তো দম বন্ধ হয়ে আসছে উনি কিছুতেই হাল ছাড়তে চাইছেন না। আবার হাওয়া তোলা হয়েছে, ২৪ এর মধ্যে আপনি বিছানা গুছিয়ে ফেলুন আপনি দিল্লি যাবেন। এটা আসলে এক প্রকারে তাঁকে এখান থেকে সরানোর পন্থা। তৃণমূল নেতা কর্মীদের ট্যুইট প্রসঙ্গে বললেন দিলীপ ঘোষ।
Continues below advertisement
Tags :
Dilip Ghosh Mamata Banerjee Abhishek Banerjee ABP Ananda Kunal Ghosh Facebook Post ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Aparupa Poddar Mamata Banerjee এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ অপরূপা পোদ্দার এবিপি আনন্দ