Doctors Fake Attendance: নকল আঙুল-ছাপ ব্যবহার করে শিক্ষক-চিকিৎসকদের বায়োমেট্রিক হাজিরা?

Continues below advertisement

ABP Ananda Live: নকল আঙুল-ছাপ ব্যবহার করে শিক্ষক-চিকিৎসকরা বায়োমেট্রিক হাজিরা দিচ্ছেন। এই দাবি করে দেশের সমস্ত মেডিক্য়াল কলেজকে সতর্ক করল ন্য়াশনাল মেডিক্য়াল কমিশন। NMC-র হুঁশিয়ারি, যে প্রতিষ্ঠানে এই ঘটনাগুলি ঘটছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

ভুয়ো আঙুল-ছাপে হাজিরা-জালিয়াতি? শিক্ষক-চিকিৎসকদের বিরুদ্ধে উঠেছে চাঞ্চল্যকর অভিযোগ। হুঁশিয়ারি ন্যাশনাল মেডিক্যাল কমিশনের। চিকিৎসায় গাফিলতির অভিযোগ নয়, এবার হাজিরা-জালিয়াতির অভিযোগ উঠল মেডিক্যাল কলেজের শিক্ষক-চিকিৎসকদের বিরুদ্ধে। ২৪ জুলাই, দেশের সমস্ত মেডিক্যাল কলেজের নিয়ামক সংস্থা, ন্য়াশনাল মেডিক্য়াল কমিশন, NMC-র একটি বিজ্ঞপ্তি ঘিরে এই অভিযোগ সামনে এসেছে। মেডিক্যাল কলেজগুলিতে শিক্ষক-চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে আধার-নির্ভর বায়োমেট্রিক হাজিরার নির্দেশ দিয়েছে ন্যাশনাল মেডিক্যাল কমিশন।

NMC-র দাবি, ভাইরাল চিঠির সূত্রে জানা যায়, ছত্তীসগড়ের এক বেসরকারি মেডিক্যাল কলেজের শিক্ষক অভিযোগ করছেন, তিনি নিয়মিত কলেজে না গেলেও, সিলিকন ফিঙ্গার প্রিন্টের মাধ্য়মে তাঁর হাজিরা হয়ে যাচ্ছে। 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram