Durgapur :দুর্গাপুরকাণ্ডে ঘটনাস্থলের কাছাকাছি গুরুত্বপূর্ণ একাধিক জায়গা, তারপরও কীভাবে এই ঘটনা? উঠছে প্রশ্ন
ABP Ananda LIVE : দুর্গাপুরে মেডিক্য়ালের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, তোলপাড় ফেলে দিয়েছে। এই ঘটনা এমন একটা জায়গায় ঘটেছে, যার আশেপাশে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ অফিস বা ভবন। ঘটনাস্থল থেকে মোহনবাগান অ্য়াভিনিউ ধরে ১.৪ কিলোমিটার গেলেই CRPF ক্য়াম্প। ৫.১ কিলোমিটার দূরে নিউ টাউনশিপ থানা। ৪.৬ কিলোমিটার দূরে দুর্গাপুর থানার 'B' জোন আউটপোস্ট। দুর্গাপুর থানা এবং দুর্গাপুর কমিশনারেটের DC ইস্টের অফিস ৭.৪ কিলোমিটার দূরে। আর ৮.৪ কিলোমিটার দূরে রয়েছে দুর্গাপুরের অন্য়তম জমজমাট এলাকা সিটি সেন্টার। এই মোহনবাগান অ্য়াভিনিউ এবং জওহরলাল নেহরু রোডের সংযোগস্থল থেকে আই কিউ সিটি হাসপাতালের মাঝে ৩.৯ কিলোমিটার রাস্তায় CCTV ক্য়ামেরা রয়েছে মাত্র ২টি। স্থানীয়দের দাবি, রাস্তার দু'ধারে লাইটপোস্ট থাকলেও অধিকাংশ পোস্টে আলো জ্বলে না। দুর্গাপুরে যে জায়গায় ধর্ষণের ঘটনা ঘটেছে, তার কাছাকাছি কতগুলো গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। আলো, CCTV, জঙ্গলের তত্ত্ব নিয়েও প্রশ্ন।



















