RG Kar News: আরজি কর মেডিক্যালে দুর্নীতি মামলার তদন্তে ইডির ম্যারাথন তল্লাশি | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: আরজি কর মেডিক্যালে দুর্নীতি মামলার তদন্তে ইডির ম্যারাথন তল্লাশি। সল্টলেকে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ব্যবসায়ী স্বপন সাহার বাড়ি থেকে উদ্ধার গুরুত্বপূর্ণ নথি, সিল করা ট্রলি ব্যাগ। স্বপন সাহার স্থাবর ও অস্থাবর সম্পত্তির হদিশ মিলেছে, ইডি সূত্রে খবর।

আরও খবর...

'অপরাজিতা' বিল বিবেচনার জন্য রাষ্ট্রপতির কাছে পাঠালেন রাজ্যপাল। রাজ্যপালের অসন্তোষের পর ধর্ষণ-বিরোধী বিল নিয়ে টেকনিক্যাল রিপোর্ট বিধানসভার। স্পিকার ও আইনমন্ত্রীর বৈঠকের পর রাজভবনে পাঠানো হয় টেকনিক্যাল রিপোর্ট। টেকনিক্যাল রিপোর্ট পেয়ে রাষ্ট্রপতির কাছে 'অপরাজিতা' বিল পাঠালেন রাজ্যপাল। 'বিল কার্যকর হওয়া পর্যন্ত বিচারের জন্য মানুষকে অপেক্ষা করানো যাবে না, আর জি কর-কাণ্ডে দ্রুত বিচার পাইয়ে দিতে সক্রিয় ভূমিকা নিক সরকার, রাজ্যপাল এই বিলের ত্রুটি-বিচ্যুতি চিহ্নিত করে সরকারকে হোমওয়ার্কের পরামর্শ দিয়েছিলেন, কিন্তু, রাজ্যপাল সম্মতি না দিলে রাজভবনের বাইরে ধর্নার হুমকি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী', এক্স হ্যান্ডলে পোস্ট রাজভবনের মিডিয়া সেলের।

ফের বউবাজারে দুর্গা পিতুরি লেনে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজে বিপত্তি। গতকাল রাত থেকে নির্মীয়মাণ টানেলের একাংশের দেওয়াল ফেটে জল ঢুকতে শুরু করে। তড়িঘড়ি সরানো হয় দুর্গা পিতুরি লেনের ৭টি বাড়ির ১১টি পরিবারের ৫২ জন সদস্যকে। রাত দেড়টা নিয়ে যাওয়া হয় চারটি হোটেলে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram