Hooghly News: NIA নজরে জঙ্গি সংগঠন জৈশ-ই-মহম্মদের সঙ্গে যোগ রাখা আরামবাগের এক যুবক

Continues below advertisement

ABP Ananda Live: পড়শি রাষ্ট্রে তীব্র অশান্তি । ভারত বিদ্বেষ উঠছে চরমে। মাথাচাড়া দিয়ে ক্রমাগত হুঙ্কার ছাড়ছে উগ্রবাদী নেতা। সন্দেহ, এই পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে বাংলাদেশ। এরই মধ্যে বাংলাদেশের উগ্রবাদী নেতার মুখে বাংলাদেশের পাশে থাকার বার্তা শোনা গিয়েছে, এমনকী পারমাণবিক বোমা দিয়েও সাহায্যের কথা বলেছে সে। এই আবহেই বাংলায় এনআইএ-র নজরে জঙ্গি সংগঠন জৈশ-ই-মহম্মদের সঙ্গে যোগ রাখা আরামবাগের এক যুবক।

 

মানিক ভট্টাচার্য থেকে জীবনকৃষ্ণ সাহা। অর্পিতা মুখোপাধ্য়ায় থেকে কুন্তল ঘোষ। নিয়োগ দুর্নীতির মামলায় ED-CBI-এর মতো কেন্দ্রীয় এজেন্সি যাদের গ্রেফতার করেছিল, সম্প্রতি প্রত্য়েকে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন। এবার আর জি কর মেডিক্য়ালে ধর্ষণ, খুনের মামলায় জামিন পেয়ে গেলেন সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলও। এই প্রেক্ষিতে অনেকে মনে করিয়ে দিচ্ছেন, সারদা এবং নারদকাণ্ডের কথা। সারদাকাণ্ডে সুদীপ্ত সেন এবং দেবযানী মুখোপাধ্য়ায় ছাড়া সবাই জামিন পেয়ে গেছেন। নারদাকাণ্ডেও কেউ জেলে নেই। এই প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, এজেন্সির তদন্ত কি শুধুই রাজনীতির অস্ত্র?

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram