IIM Joka: IIM জোকার বয়েজ হস্টেলের রুমে কাউন্সেলিং করাতে আসা তরুণীকে ধর্ষণের অভিযোগ
ABP Ananda LIVE : সাউথ ক্যালকাটা ল’ কলেজের পর এবার IIM জোকার বয়েজ হস্টেলে ধর্ষণের অভিযোগ। দ্বিতীয় বর্ষের ম্যানেজমেন্ট পড়ুয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। ওই পড়ুয়াকে গ্রেফতার করেছে হরিদেবপুর থানার পুলিশ। নির্যাতিতার অভিযোগ, কাউন্সেলিং সেশনের সুযোগের নাম করে তাঁকে ডাকা হয়েছিল। 'বয়েজ হস্টেলে ঢোকার পর সেখানে ভিজিটর্স বুকেও সই করতে দেওয়া হয়নি'। 'নিজের প্রভাব খাটিয়ে ভিজিটর্স বুকে সই করতে দেয়নি অভিযুক্ত'। সেখানে পিৎজা এবং জল খাওয়ানো হয়, তারপর তিনি আচ্ছন্ন হয়ে পড়েন বলে অভিযোগ। ধর্ষণে বাধা দিলে তাঁকে মারধরও করা হয় বলে, নির্যাতিতার দাবি। ধৃত পরমানন্দ তোপ্পাঁওয়ার কর্ণাটকের বাসিন্দা। ধৃত তাঁর পূর্ব পরিচিত, দাবি নির্যাতিতার। নির্যাতিতার দাবি, জ্ঞান ফিরলে তিনি দেখেন বয়েজ হস্টেলে পড়ে আছেন। গতকাল হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। IIM জোকা কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেছে পুলিশ। এরপরই গ্রেফতার করা হয় ম্যানেজমেন্ট পড়ুয়াক।






















