Jhalda Murder: 'দোষীদের উপযুক্ত শাস্তি হোক', ঝলদাকাণ্ডের প্রতিবাদ মিছিল থেকে মন্তব্য নেপাল মাহাতোর | Bangla News

Continues below advertisement

পুরুলিয়ার ঝালদা (Jhalda) পুরসভার কংগ্রেস কাউন্সিলর খুনের প্রতিবাদে মোমবাতি মিছিল কংগ্রেসের। যোগ দেন কংগ্রেস নেতা নেপাল মাহাতো। এই মিছিল থেকে নেপাল মাহাতো (Nepal Mahato) বলেন, "ঝালদার মানুষ কোনওদিন অশান্তি চায় না। এখানে খুনখারাপি হয় না। আজ তপন কান্দুর নৃশংস হত্যার মধ্য দিয়ে যারা এখানে এরকম সংস্কৃতির আমদানি করছে, তাদের বিরুদ্ধেই আজকের এই মৌন মিছিল। এই ধরনের ঘটনা যারা ঘটাল, তাদের উপযুক্ত শাস্তি হোক।" 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram