Job Agitation : হকের চাকরির দাবিতে পথেই কাটছে রাত, চারদিনে পড়ল প্রাথমিকের চাকরিপ্রার্থীদের অনশন
Continues below advertisement
শীত উপেক্ষা করে হকের চাকরির দাবিতে পথেই কাটছে রাত। চারদিনে পড়ল দক্ষিণ ২৪ পরগনার ২০০৯-এর প্রাথমিকের চাকরিপ্রার্থীদের অনশন। অবস্থানের ২০ দিন চলছে। বালিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় সংসদের জেলা অফিসের সামনে অনশন মঞ্চে মুখ্যমন্ত্রীর ছবি লাগিয়ে হাইকোর্টের নির্দেশ মেনে অবিলম্বে নিয়োগের দাবি জানিয়েছেন দক্ষিণ ২৪ পরগনার ২০০৯-এর প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। অনশনকারীদের দাবি, ১৩ বছর ধরে টানাপোড়েনের পর গত ১০ নভেম্বর, হাইকোর্ট ১৪ দিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেয়। আদালতের নির্দেশের পর প্যানেল প্রকাশ করা হলেও, একমাস কেটে গেলেও নিয়োগ হয়নি। চাকরিপ্রার্থীরা জানিয়েছেন, সরকার হাইকোর্টের নির্দেশ মেনে তাঁদের নিয়োগপত্র দিক, এটুকুই দাবি।
Continues below advertisement
Tags :
Strike Job Agitation ABPAnandaLive BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital ABPAnanda BanglaNews Hungerstrike