Joka IIM : জোকা IIM-এর হস্টেলেই ধর্ষণের অভিযোগ! ফের প্রশ্নের মুখে নিরাপত্তা ? | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: জোকা IIM-এর হস্টেলেই ধর্ষণের অভিযোগ! ঠিক কী হয়েছিল IIM জোকায়? ভাইরাল অভিযোগকারিণীর বাবার দাবি । 'থানায় অভিযোগ লিখিয়ে নেওয়া হয়েছে, যেগুলো আমার কথা নয়'। 'আমার সঙ্গে কেউ কোনও খারাপ ব্যবহার করেনি, বলেছে মেয়ে'। 'কেউ কোনও খারাপ ব্যবহার করেনি, এমনই জানিয়েছে মেয়ে' । ধর্ষণ কিনা জানি না, মেয়ে স্বাভাবিক আছে, পরে কথা বলব' । 'ক্যাম্পাসে স্টাডি সংক্রান্ত নথি দিতে গিয়েছিল'। 'থানায় লিখিয়ে নিয়েছে বলে জানিয়েছে মেয়ে'
'মেয়ে বলেছে আমাকে দিয়ে লেখানো হয়েছে, ওগুলো আমার কথা নয়' । এমনই জানিয়েছে মেয়ে, ভাইরাল অভিযোগকারিণীর বাবার দাবি
আরও খবর...
IIM জোকার ক্যাম্পাসে মনোবিদ তরুণীকে ধর্ষণের অভিযোগে সরগরম রাজ্য। রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। আর সেই আবহে সংবাদমাধ্যমে মুখ খুললেমন নির্যাতিতার বাবা। কিন্তু মেয়ে ধর্ষণের শিকার হননি, কোনও অত্যাচার হয়নি বলে দাবি করলেন তিনি। যদিও হরিদেবপুর থানা একজনকে গ্রেফতার করেছে ইতিমধ্যেই। (IIM Joka Case)
শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন নির্যাতিতার বাবা। মেয়ের সঙ্গে কথা হয়েছে কিনা জানতে চাইলে বলেন, "হ্যাঁ কথা বসেছি। ও বলেছে, না আমাকে কেউ অত্যাচারও করেনি, খারাপ ব্যবহারও করেনি।" কিন্তু ধর্ষণের অভিযোগেই তো একজনকে গ্রেফতার করেছে পুলিশ? জবাবে নির্যাতিতার বাবা বলেন, "আমি আর জানি না অত।" তাঁরা তাহলে আর কী চান? নির্যাতিতার বাবা বলেন, "আমরা আর কী চাইব। আমার মেয়েকে ফিরে পেয়েছি। আমার মেয়ে নর্মাল।" (IIM Joka Physical Assault Case)




















