High Court: 'নিজের স্কুলের সন্তানসম পড়ুয়াদের খেয়াল রাখছেন তো?', কাদের প্রশ্ন বিচারপতির? Bangla News
'রাজ্যে দশ হাজার শিক্ষকের (Teacher) প্রয়োজন বলে ঘোষণা হয়েছে, আর এদিকে চার লাখ কম ছাত্র এবার মাধ্যমিকে (Madhyamik Examination) বসছে। এই অতিরিক্ত শিক্ষকের কী প্রয়োজন? কী লাভ ? অর্থের অপচয় হচ্ছে', মন্তব্য বিচারপতি বিশ্বজিৎ বসুর (Justice Biswajit Bose)। 'যে স্কুলে পড়ুয়া কম রয়েছে সেখানকার ছাত্রদের কাছের অন্য স্কুলে পাঠিয়ে দিন', শিক্ষকদের অন্যত্র বদলি করুন, স্কুল শিক্ষা দপ্তরকে (School Department) পরামর্শ বিচারপতি বিশ্বজিৎ বসুর। শিক্ষামন্ত্রীকে (Education Minister) জানান, আইনে বদল আনুন, স্কুল শিক্ষা দফতরকে পরামর্শ বিচারপতির। 'সরকারি টাকায় নিজের সন্তানকে বেসরকারি স্কুলে পাঠাচ্ছেন সরকারি স্কুলের শিক্ষকরা। ভাল কথা, কিন্তু নিজের স্কুলের সন্তানসম পড়ুয়াদের খেয়াল রাখছেন তো? কোনও পড়ুয়াকে যদি জিজ্ঞাসা করা যায় যে সে আপনাদের কাছ থেকে কী শিখেছে? সদুত্তর পাব তো? উত্তর আপনাদের জন্য স্বস্তিদায়ক হবে তো?' প্রশ্ন বিচারপতির। 'নিজের অধিকারের এইচআরএ (HRA), সিএল (CL), পিএল (PL), সিসিএল চাইছেন...কিন্তু পড়ুয়াদের অধিকারের (Student's Right) কী হবে?' প্রশ্ন বিচারপতি বিশ্বজিৎ বসুর।