Kolkata News: দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে হত্যার অভিযোগ, খালের ধারে উদ্ধার ক্ষতবিক্ষত দেহ
ABP Ananda Live: দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে খুনের অভিযোগ। নিউটাউনের যাত্রাগাছিতে খালের ধারে উদ্ধার ক্ষতবিক্ষত দেহ। 'কিছুদিন আগে এক সরকারি আধিকারিকের বাড়িতে চুরি'। 'চুরির সেই সোনা দত্তাবাদের ওই ব্যবসায়ীর হাতে আসে' । 'নীল বাতি লাগানো গাড়ি নিয়ে এসে ব্যবসায়ী-সহ ২জনকে অপহরণ'। সরকারি আধিকারিকের বিরুদ্ধে স্বর্ণ ব্যবসায়ী, বাড়ির মালিককে অপহরণের অভিযোগ। 'নিউটাউনের বিভিন্ন রাস্তা ঘুরিয়ে নির্জন জায়গায় ছেড়ে দেওয়া হয় বাড়ির মালিককে'। 'তারপরেই অ্যাপার্টমেন্টের ভিতরে নিয়ে যাওয়া হয় ওই স্বর্ণ ব্যবসায়ীকে'। মঙ্গলবার অপহরণের অভিযোগ, বৃহস্পতিবার ব্যবসায়ীর দেহ উদ্ধার। বিধাননগর দক্ষিণ থানায় অপহরণ করে খুনের মামলায় দায়ের । মেদিনীপুরের মোহনপুরের বাসিন্দা স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা।
'বাংলায় কথা বললেই বাংলাদেশি নয়..', SIR বিরোধিতায় গর্জে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়
এদিন মমতা বলেন,' লুঠেরাদের সরকার, অনেক এজেন্সি লাগিয়েছে। ফেক নিউজ। আজ যা করছো, কাল তো ক্ষমতায় থাকবে না। এগুলো তোমাদের ব্যাক সাইডে আসবে। বাংলায় অনেক কথা আছে, যেগুলো বলা যায় না। কয়েকটা গদ্দার আছে বিজেপিতে, যাকে যা ইচ্ছে বলে যায় কেন্দ্রীয় এজেন্সি দিয়ে। ৮০টি গাড়ি নিয়ে ঘোরে, সবজায়গায় বডিগার্ড, এত সব সাহস। একজন বাবু বলছেন, বাবুসোনা বলছি না তিনি এক জায়গায় যাবেন, যেন কোনও মানুষ না থাকে, সাহস থাকে তো যাও না, একা একা যাও।' পাশাপাশি তিনি আরও বলেন,' হঠাৎ করে নির্বাচন কমিশন ভোটের হার বাড়িয়ে দিল, মহারাষ্ট্রে কী করেছে, ওরা জানে ভোটে জিততে পারবে না, নোটে জিতবে, মানুষের ভোটে জিতবে না।'



















