Kolkata News : প্রেম-প্রস্তাবে সাড়া না দেওয়ায় প্রাণ নিল ভগ্নিপতি? টালিগঞ্জের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য
ABP Ananda LIVE : টালিগঞ্জে মহিলা খুনে চাঞ্চল্যকর তথ্য ( Tollygunge Woman Murder Case)। প্রেম-প্রস্তাবে সাড়া না দেওয়ায় ভগ্নিপতির হাতে খুন! 'মোবাইল নম্বর ব্লক করে দেওয়ায় প্রতিহিংসার বশে খুন', জেরায় জানিয়েছে অভিযুক্ত, দাবি পুলিশের। গ্রাহামস রোডে কাটা মাথা, রিজেন্ট কলোনিতে পা, শরীরের বাকি অংশ! শ্যালিকার দেহ ৩ টুকরো করে লোপাটের চেষ্টা, গ্রেফতার ভগ্নিপতি! এক জায়গায় মাথা, আরও ২ জায়গায় পা, শরীরের বাকি অংশের হদিশ! ডায়মন্ড হারবারের বাসুলডাঙা থেকেই আতিবুর রহমান লস্কর গ্রেফতার। নিহত খতেজা বিবির ভগ্নিপতিকে জেরা করে অবশেষে বাকি দেহাংশের হদিশ!
গলফগ্রিন থানা এলাকায় টালিগঞ্জের গ্রাহামস রোডে ভ্যাটের মধ্যে উদ্ধার হয়েছিল মহিলার মাথা। খুনের ঘটনায় ডায়মন্ড হারবারের বাসুলডাঙা থেকে আটক করা হয়েছিল নিহতের ভগ্নিপতিকে। পুলিশ সূত্রে খবর, নিহত মহিলার নাম খতেজা বিবি। বছর চল্লিশের খতেজার বাড়ি মগরাহাটের কামদেবপুরে। বেশ কয়েকবছর আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর বাপের বাড়িতে দুই সন্তানকে নিয়ে থাকতেন খতেজা। গলফ গ্রিন, যাদবপুর এলাকায় পরিচারিকার কাজ করতেন। বৃহস্পতিবার কাজে গিয়েছিলেন, তারপর বাড়ি ফেরেননি, মোবাইল ফোন বন্ধ ছিল। পুলিশ সূত্রে খবর, ডায়মন্ড হারবারের পঞ্চগ্রামের বাসিন্দা পেশায় রং মিস্ত্রি ভগ্নিপতির সঙ্গে খতেজার সম্পর্ক গড়ে ওঠে।