Kolkata News: নাগেরবাজার এলাকা থেকে গ্রেফতার নিহত মহিলার ফেসবুক ফ্রেন্ড কৌশিক সাহা
ABP Ananda Live: নাগেরবাজার এলাকা থেকে গ্রেফতার নিহত মহিলার ফেসবুক ফ্রেন্ড কৌশিক সাহা। মৃতের নাম অভিষিক্তা দে সাহা। কেষ্টপুরের রবীন্দ্র পল্লিতে স্বামী ও ৩ বছরের ছেলেকে নিয়ে থাকতেন ওই মহিলা বিউটি পার্লারে কাজ করতেন। পুলিশ সূত্রে খবর, মাস কয়েক আগে কৌশিক সাহার সঙ্গে ফেসবুকে বন্ধুত্ব গড়ে ওঠে।
সুপ্রিম কোর্টে আইনজীবী সরে দাঁড়িয়েছেন। পরবর্তী শুনানি সেই মার্চ মাসে। এর মধ্য়ে সিবিআই নব্বই দিনের মধ্য়ে চার্জশিট দিতে ব্য়র্থ হওয়ায়, আর জি কর মেডিক্য়ালে ধর্ষণ-খুনের মামলায়, জামিন পেয়ে গেলেন সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। একের পর এক এই ঘটনাগুলিতে হতাশ তিলোত্তমার মা-বাবা। আর সিবিআইয়ের ওপর ভরসা রাখতে পারছেন না তাঁরা।
সন্দীপ-অভিজিতের জামিনের খবরে কান্নায় ভেঙে পড়েছিলেন আর জি কর মেডিক্যালে নির্যাতিতার বাবা-মা। ২৪ ঘণ্টার মধ্যে ফের চোয়াল শক্ত করে লড়াইয়ের তোড়জোড়। আইনজীবী বৃন্দা গ্রোভারের পরিবর্তে নতুন আইনজীবীদের সঙ্গে কথাও বলছেন তাঁরা, এমনটাই জানিয়েছেন এবিপি আনন্দকে।