(Source: ECI | ABP NEWS)
Kolkata News : রবীন্দ্র সরোবরে ছটপুজো উপলক্ষ্য়ে বিশেষ নজরদারি পুলিশের | Chatt Puja
ABP Ananda Live: রবীন্দ্র সরোবরে ছটপুজো উপলক্ষ্য়ে বিশেষ নজরদারি পুলিশের। রবীন্দ্র সরোবরে ছটপুজো রুখতে কড়াকড়ি ব্য়বস্থা। গতকাল সকাল থেকেই রবীন্দ্র সরোবরের দরজা সিল করে দেওয়া হয়েছে। নোটিস টাঙিয়ে দেওয়া হয়েছে KMDA-র তরফে। ২৮ অক্টোবর সন্ধে ৭টা পর্যন্ত বন্ধ থাকবে রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবর। রবীন্দ্র সরোবর চত্বরে মোতায়েন পুলিশ। দুপুরে পুলিশের সংখ্যা বাড়ানো হবে।
৩ বছর পর রাজ্যে ফের চালু হচ্ছে ১০০ দিনের কাজের প্রকল্প
৩ বছর পর রাজ্যে ফের চালু হচ্ছে ১০০ দিনের কাজের প্রকল্প। হাইকোর্টের ১৮ জুনের রায়ের বিরুদ্ধে করা কেন্দ্রের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে। এই প্রকল্পে টাকা দিতে হবে কেন্দ্রকেও, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। আর্থিক অনিয়মের অভিযোগে প্রায় ৩ বছর এই প্রকল্পে টাকা দেওয়া বন্ধ রেখেছে কেন্দ্রীয় সরকার। অর্নির্দিষ্টকালের জন্য কোনও অনুদান এভাবে বন্ধ রাখা যায় না, নির্দেশ সুপ্রিম কোর্টের।
গত ১৮ জুন কলকাতা হাইকোর্ট রায় দেয়, পয়লা অগাস্ট থেকে রাজ্য়ে ১০০ দিনের প্রকল্প চালু করতে হবে। পাশাপাশি আদালত নির্দেশ দেয়, রাজ্যের সব জেলাতেই তদন্ত চালিয়ে যেতে পারবে কেন্দ্র। দুর্নীতি রোধে প্রয়োজনীয় নজরদারিও চালাতে পারবে। এই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল কেন্দ্রীয় সরকার। সোমবার সেই আর্জি খারিজ করে দিল সর্বোচ্চ আদালত। বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ কেন্দ্রের আবেদনের শুনানিতে সাফ জানায়— “আপনারা নিজেরাই আবেদন তুলে নেবেন, না কি আমরা তা খারিজ করে দেব?” শেষ পর্যন্ত আদালত মামলাটি খারিজ করে দেয়।






















