Municipal Election 2022: কংগ্রেস প্রার্থীদের প্রচারে 'বাধা', থানায় নালিশ প্রদীপের|Bangla News

Continues below advertisement

দলের প্রার্থীদের প্রচারে বাধা দেওয়া হচ্ছে, থানায় গিয়ে এই অভিযোগ জানালেন কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য (Pradip Bhattacharya)। গতকাল অশোকনগর-কল্যাণগড় (Ashoknagar-Kalyangarh Municipality) পুরসভা এলাকায় দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে গিয়েছিলেন তিনি। সেখানেই প্রার্থীদের মুখে নানা অভিযোগ শুনে তিনি অশোকনগর থানায় চলে যান। সেখানেই পুলিশ আধিকারিকদের কাছে প্রচারে বাধার অভিযোগ জানান তিনি।  শাসকদলের বিরুদ্ধেই কংগ্রেস প্রার্থীদের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। যদিও তৃণমূলের তরফে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram