Murshidabad: বঙ্গীয় হিন্দু সেনার পর মুর্শিদাবাদে রামমন্দির তৈরির ঘোষণা বিজেপির | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: বঙ্গীয় হিন্দু সেনার পর মুর্শিদাবাদে রামমন্দির তৈরির ঘোষণা বিজেপির । মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপনের তারিখে ঘোষণা করে দিলেন বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি শাখারভ সরকার । বাবরি মসজিদ বনাম রাম মন্দির তৈরির ঘোষণা ঘিরে চাপানউতোর ।
আরও খবর...
এ বার আর বছর বছর আলাদা আলাদা নির্বাচন নয়। একসঙ্গেই হবে লোকসভা এবং বিধানসভা নির্বাচন। ‘এক দেশ, এক ভোট’ বিলে সবুজ সঙ্কেত দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। অসাংবিধানিক এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী বিলের মাধ্যমে বুলডোজার চালাতে চাইছে কেন্দ্র। বাংলা কখনও দিল্লির স্বৈরাচারী মনোভাবের কাছে মাথা নত করবে না। সমাজ মাধ্যমে লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বিশ্বনাথন আনন্দের পর ডি গুকেশ, ফের দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। সর্বকনিষ্ঠ হিসেবে মাত্র ১৮ বছর বয়সে বিশ্বজয় গুকেশের। ভারতের আঠারোর স্পর্ধায় গুঁড়িয়ে গেল চিনের প্রাচীর। গতবারের চিনা বিশ্বজয়ীকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেতাব ছিনিয়ে নিলেন ডি গুকেশ। গতবারের বিশ্বজয়ী ডিং লিরেনকে হারালেন ৭.৫ - ৬.৫-এ।