RG Kar:সর্বোচ্চ তদন্তকারী সংস্থার যদি এরকম অবস্থা হয় এর থেকে ক্ষোভের,দুঃখের কিছু নেই: সিনিয়র চিকিৎসক

Continues below advertisement

ABP Ananda Live: '৪ মাস পেরিয়ে যাওয়ার পর সিবিআই আজকে আদালতে বলেছে তারা যথেষ্ট তথ্য প্রমাণ পায়নি ওদের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার মতো। আমাদের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা তাদের যদি এরকম অবস্থা হয় এর থেকে ক্ষোভের, যন্ত্রনার, দুঃখের আর কিছু হতে পারে না। আমরা গত ৪ মাস আশায় বুক বেঁধেছিলাম এই হত্যাকাণ্ডে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা জড়িত তারা তদন্তের আওতায় আসবে বিচারের আওতায় আসবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি পাবে। ৪ মাস পর তারা যদি জামিন পেয়ে যায় তাহলে এর থেকে দুঃখের আর কী হতে পারে', মন্তব্য সিনিয়র চিকিৎসক মানস গুমটার। 

খাস কলকাতার বুকে হাড়হিম করা ঘটনা। শুক্রবার সকালে টালিগঞ্জের গ্রাহামস্ রোডের উপরে ভয়াবহ দৃশ্য দেখলেন স্থানীয় বাসিন্দারা। একটি বহুতলের পিছনের ভ্যাটে পড়ে ছিল অজ্ঞাত পরিচয় যুবতীর কাটা মাথা। প্লাস্টিকে মোড়া সেই মাথা দেখতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ খবর পেয়ে এসে মাথা উদ্ধার করে। সূত্রের খবর,  ক্ষত তাজা ছিল। ১২ ঘণ্টার মধ্যে সম্ভবত যুবতীতে খুন করা হয়। তাজা রক্তের দাগ রয়েছে। 

শহরে এমন নৃশংস খুনের ঘটনা জানাজানি হতেই ছুটে আসে গল্ফগ্রিন থানার পুলিশ। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় লালবাজারের হোমিসাইড শাখার অফিসাররাও। রাস্তার সিসিটিভি খতিয়ে দেখা হচ্ছে। ফরেন্সিক নমূনা সংগ্রহ করেছে। পুলিশের অনুমান আততায়ী অন্য জায়গায় খুন করে কাটা মাথা এখানে ফেলে। দেহাংশ অন্য জায়গায় ফেলে।ঘটনাস্থলের সামনে মন্দির সেখানে ২ টি সিসিটিভি ক্যামেরা তার হার্ডডিক্স নেওয়া হয়েছে। মনে করা হচ্ছে এর থেকে বোঝা যাবে আততায়ী কোন দিকে গেছে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram