RG Kar News: ভারত কোনও দিন দেখেনি একটা রাজ্যে স্বাধীনতা দিবস ছাড়া এত জাতীয় পতাকা উড়তে পারে: কৌশিক

Continues below advertisement

ABP Ananda LIVE: 'বাংলা কোনও দিনও দেখেনি, ভারতবর্ষ কোনও দিন দেখেনি একটা রাজ্যে স্বাধীনতা দিবস ছাড়া এত জাতীয় পতাকা উড়তে পারে। আমরা আমাদের প্রাথমিক পরিচয়ে এসে দাঁড়িয়েছি। আমরা ভারতবাসী, আমাদের প্রাথমিক পরিচয়। তারপর কে কোন দলে ভোট দেয়, কে কোন দলের সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। আজকে আমাদের যখন শিড়ায় টান পড়েছে মেরুদন্ডে লেগেছে আমারা উঠে দাঁড়িয়েছি ভারতবর্ষ হিসেবে। আমার গর্ব হয় এমন একটা শহরে থাকি যেখানে আমরা বুক চিতিয়ে বলতে পারি আমরা কী চাই আর চাই না', বললেন কৌশিক গঙ্গোপাধ্যায়।

আর জি কর কাণ্ডের বিচার চেয়ে রং তুলি, মানব বন্ধনে শহর জুড়ে প্রতিবাদ। দিকে দিকে প্রতিবাদ মিছিল। গান-কবিতা প্রতিবাদে পথে নাগরিকরা। কাল চিকিৎসক ধর্ষণ-খুনের ১ মাস, আজ ফের 'রাত দখল'। কাল সুপ্রিম কোর্টে ফের আর জি কর-কাণ্ডের শুনানি, তার আগে আজ ফের রাত জাগবে বাংলা। কাল শিলিগুড়িতে ভোর দখলের ডাক। আর জি কর কাণ্ডের বিচার চেয়ে ফের পথে চিকিৎসকরা । মৌলালিতে কালো বেলুন উড়িয়ে প্রতিবাদ চিকিৎসকদের। গড়িয়াহাটে মানববন্ধন কর্মসূচি পালন স্কুলের প্রাক্তনীদের। সিমলা স্ট্রিটে মশাল মিছিল, বিচার চেয়ে পথে টালিগঞ্জের কলাকুশলীরাও। নৈহাটিতে আর জি করকাণ্ডে প্রতিবাদ মিছিলে হামলার অভিযোগ। মিছিল চলাকালীন কিছু দুষ্কৃতী ঢুকে পড়ে হামলার অভিযোগ। মিছিলে বাধা, মারধর, মাইকের তার ছিড়ে দেওয়ার অভিযোগ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram