Kunal Ghosh Post Controversy:আর জি কর-কাণ্ডে এবার কুণাল ঘোষের নিশানায় টালিগঞ্জের স্টুডিওপাড়ার একাংশ
ABP Ananda LIVE: আর জি কর-কাণ্ডে এবার কুণাল ঘোষের নিশানায় টালিগঞ্জের স্টুডিওপাড়ার একাংশ ।'পশ্চিমবঙ্গকে কলঙ্কিত করতে মুম্বইয়ে ছবি তৈরি হয়েছে, কী করছে টালিগঞ্জ ইন্ডাস্ট্রি?' । 'বিশেষ করে সেই সমস্ত প্রযোজক, পরিচালক, অভিনেতা, যাঁরা তৃণমূলের পদাধিকারী...''...যাঁরা ক্ষমতার ছত্রচ্ছায়ায় রয়েছেন, মমতা-অভিষেকের সঙ্গে মঞ্চ ভাগ করছেন' । বাংলার বিরুদ্ধে এই অপপ্রচার রুখতে তাঁরা কী করছেন? প্রশ্ন কুণালের । 'বিজেপির ন্যারেটিভ তৈরি করতে মুম্বইয়ের পরিচালক, প্রযোজক, অভিনেতারা রাজনৈতিক ছবি করেন'। এবার তো বাংলা নিয়ে কুৎসার ঝুলি আসছে' । অথচ টালিগঞ্জের বাবু/বিবিরা, যাঁরা মমতার সঙ্গে এক মঞ্চে, এক ফ্রেমে থাকেন...' তাঁরা নিজেদের ইমেজ গড়তে পেশার সৌজন্য নিয়ে ব্যস্ত, আক্রমণ কুণালের
আর জি কর-কাণ্ডে দুই বক্তব্যের ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী। 'আন্দোলনরত ডাক্তারি পড়ুয়া ও তাঁদের আন্দোলনের বিরুদ্ধে একটি মন্তব্যও করিনি'। 'আমিও তাঁদের আন্দোলনকে সম্পূর্ণ সমর্থন করি, এই আন্দোলন ন্যায্য'। 'আমি কখনও তাঁদের হুমকি দিইনি, কিছু মানুষ মিথ্যে দোষারোপ করছেন'। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সম্পর্কে গতকালের মন্তব্যের ব্যাখ্যা মুখ্যমন্ত্রীর। গতকালের 'ফোঁস করা' মন্তব্যেরও ব্যাখ্যা মুখ্যমন্ত্রীর। 'গতকাল শ্রীরামকৃষ্ণর কথা উদ্ধৃত করে 'ফোঁস করা' শব্দের ব্যবহার'। 'তিনি মাঝে মাঝেই বলতেন, অপরাধ দেখলে প্রতিবাদে সোচ্চার হতে'। 'রামকৃষ্ণদেবের সেই কথাই আমি গতকালের বক্তৃতায় তুলে ধরেছি'। 'আমি বিজেপির বিরুদ্ধে বলেছি'।'কারণ বিজেপি কেন্দ্রীয় সরকারের সাহায্যে রাজ্যে নৈরাজ্য সৃষ্টি করতে চাইছে'।আমি তারই প্রতিবাদ করেছি, সোশাল মিডিয়ায় পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।