RG Kar News: আর জি কর-কাণ্ডের জের, রবিবারের রাজপথে প্রতিবাদের ঢেউ | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: কাল চিকিৎসক ধর্ষণ-খুনের ১ মাস, আজ ফের 'রাত দখল' । কাল সুপ্রিম কোর্টে ফের আর জি কর-কাণ্ডের শুনানি, তার আগে আজ ফের রাত জাগবে বাংলা । কাল শিলিগুড়িতে ভোর দখলের ডাক । আর জি কর কাণ্ডের বিচার চেয়ে ফের পথে চিকিৎসকরা । মৌলালিতে কালো বেলুন উড়িয়ে প্রতিবাদ চিকিৎসকদের । গড়িয়াহাটে মানববন্ধন কর্মসূচি পালন স্কুলের প্রাক্তনীদের । সিমলা স্ট্রিটে মশাল মিছিল, বিচার চেয়ে পথে টালিগঞ্জের কলাকুশলীরাও

আরও খবর...

আর জি কর মেডিক্যালের জুনিয়র চিকিৎসকদের উদ্যোগে মৃৎশিল্পীদের পীঠস্থান কুমোরটুলিতে খোলা হয়েছে অস্থায়ী স্বাস্থ্য শিবির। জনতার মতামত জানতে পাশেই রাস্তায় বসানো হয়েছে আদালত। চিৎপুর লকগেট এলাকাতেও অস্থায়ী স্বাস্থ্য শিবিরে রোগী দেখছেন আর জি কর হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। ভিড় উপচে পড়ছে সেখানে। 

আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের এক মাস পার। এখনও অধরা বিচার। কাল সুপ্রিম কোর্টে শুনানির আগে বিচার চেয়ে শ্যামবাজার থেকে সোদপুর প্রায় ১৪ কিলোমিটার রাস্তা জুড়ে মানববন্ধন কর্মসূচি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram