RG Kar News: আর জি কর কাণ্ডের বিচার চেয়ে ঝাঁঝ বাড়ছে আন্দোলনের, দ্রোহের কার্নিভালে জনজোয়ার
Continues below advertisement
RG Kar Update: ফের আদালতে জোর ধাক্কা রাজ্যের। রানি রাসমণি রোডে চিকিৎসকদের 'দ্রোহের' কার্নিভালে অনুমতি হাইকোর্টের বিচারপতি রবি কৃষাণ কপূরের। পুলিশের জারি করা ১৬৩ নম্বর ধারা খারিজ। আদালতের রায়ের পরেই লৌহকপাটের দরজা খুলল। ছিঁড়ল রানি রাসমণি অ্যাভিনিউয়ের লোহার ব্যারিকেডের শেকল। অনশন মঞ্চে জয়ের শঙ্খধ্বনি। 'অসীম ক্ষমতা আছে বলেই ১৬৩ ধারা বলবৎ করা যায় না', রাজ্যকে বার্তা হাইকোর্টের। আরও খবর, : সিভিক ভলান্টিয়ার নিয়োগ নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। 'অভিযুক্ত একজন সিভিক ভলান্টিয়ার', কী করে তার নিয়োগ হল প্রশ্ন প্রধান বিচারপতির। রাজ্যের বিজ্ঞপ্তি অনুসারে নিয়োগ হয়েছে যেটিকে হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে, জানালেন মামলাকারীর আইনজীবী। অভিুক্তের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগও আছে, জানালেন মামলাকারীর আইনজীবী। ABP Ananda Live
Continues below advertisement
Tags :
RG Kar Medical College Kolkata Doctor Rape And Murder Kolkata Doctor Rape Murder Case Kolkata Doctor Rape Kolkata Rape Murder Details Kolkata Rape Murder