Singur: সিঙ্গুরে চাষের অযোগ্য জমিকে চাষের উপযোগী করতে মুখ্যমন্ত্রীর কাছে সাত দফা দাবি | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: সিঙ্গুরে চাষের অযোগ্য জমিকে চাষের উপযোগী করতে সাত দফা দাবি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ সিঙ্গুর বন্ধ্যা জমি পুর্নব্যবহার কমিটি। শুক্রবার দাবিপত্র নিয়ে নবান্নে যান কমিটির সদস্যরা। কিন্তু সেখানে মমতার হাতে দাবিপত্র তুলে দিতে না পেরে, ইমেল করেন তাঁরা।
আরও খবর...
নিউটাউনে ইটভাটা ব্য়বসায়ী খুনে আটক এক। নিহত নাসিরুদ্দিন খানের ব্য়বসায়িক অংশীদারকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ইটভাটার হিসেব নিয়ে বেশ কিছুদিন ধরেই ব্য়বসায়িক অংশীদারের সঙ্গে তাঁর গন্ডগোল চলছিল। নিহত যুবকের পরিবারের অভিযোগ সেই কারণেই তাঁকে খুন করা হয়েছে।গতকাল রাত ১০টা নাগাদ নিউটাউনের ইকো পার্কে গুলি চলে। স্থানীয় রাম মন্দির এলাকায় দোকানে বসে চা খাচ্ছিলেন ভাঙড়ের বাসিন্দা নাসিরুদ্দিন খান। দুই দুষকৃতী বাইকে করে এসে পয়েন্ট ব্ল্য়াঙ্ক রেঞ্জ থেকে একাধিক বার গুলি করে চম্পট দেয়।