Birbhum News: সিউড়ি থানার কনস্টেবলের মুখে ঘুষি ! অভিযোগ টোটো চালকের বিরুদ্ধে
ABP Ananda LIVE: ফের আক্রান্ত উর্দিধারী! সিউড়ি থানার কনস্টেবলের মুখে ঘুষি! কনস্টেবলকে মারধরের অভিযোগ উঠল এক টোটো চালকের বিরুদ্ধে জেলখানা মোড়ে ওই টোটোচালককে তাঁর টোটো সরাতে বলায় ঝামেলার সূত্রপাত, খবর পুলিশসূত্রে । এরপরই কনস্টেবলকে ওই টোটোচালক মারধর করে বলে অভিযোগ । অভিযুক্তকে পাকড়াও করেছে পুলিশ।
বৃষ্টি থামার পরেও নাজেহাল অজয়নগরের উদিতা আবাসনের বাসিন্দারা, আবাসনের ভিতরে কোমরসমান জল
বৃষ্টি থামার পরেও নাজেহাল অজয়নগরের উদিতা আবাসনের বাসিন্দারা। আবাসনের ভিতরে কোমরসমান জল। গতকাল থেকে বন্ধ বিদ্যুৎ পরিষেবা
আবাসনের লিফট বন্ধ, পাম্প বন্ধ থাকায় উঠছে না জল। আবাসনের একাধিক ফ্ল্যাটে আছেন বহু অসুস্থ। আবাসনের ভিতরের জল বাইরে ফেলার জন্য বাসিন্দারাই ভাড়া করে এনেছেন পাম্প। পুরসভার পক্ষ থেকে কোনও সাহায্য যাচ্ছে না, অভিযোগ বাসিন্দাদের। বাধ্য হয়ে নিজেরা রিকশ ভাড়া করে আবাসন ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন বাসিন্দারা।





















