SSC News : মুখ্যসচিবের সঙ্গে দেখা করার নামে প্রতিহিংসাপরায়ণ আচরণ সরকারের : চিন্ময় মণ্ডল
ABP Ananda LIVE : SSC-র নতুন নিয়োগ থেকে 'চিহ্নিত দাগি'দের বাদ রাখার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। পাশাপাশি রাজ্য় সরকার এবং SSC যেভাবে লাগাতার 'দাগি'দের হয়ে সওয়াল করেছে, তার প্রেক্ষিতে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাস দে-র বেঞ্চ শুক্রবারের রায়ে পরিষ্কার লিখেছে--- 'এটা সত্যি দুঃখজনক এবং বিভ্রান্তিকর, যে SSC এবং রাজ্য সরকার 'চিহ্নিত দাগি'দের সমর্থন করছে। সরকারি চাকরিতে প্রতারকদের উৎসাহিত করা রাষ্ট্রের মৌলিক নীতি হতে পারে না।' সিঙ্গল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ অবধি, SSC-র নতুন নিয়োগে অযোগ্য়দের অংশগ্রহণের পক্ষেই সওয়াল করে গেছে রাজ্য় সরকার এবং সকুল সার্ভিস কমিশন। সিঙ্গল বেঞ্চে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায় সওয়াল করেছিলেন--- 'কারও দোষপ্রমাণ হয়েছে? কোন আইনে এদের আটকানো হবে?' এরপর ডিভিশন বেঞ্চেও 'দাগি'দের হয়ে সওয়াল করে, অ্যাডভোকেট জেনারেল বলেন--- 'নিয়োগে অংশ নিতে না দেওয়া হলে সেটা মৌলিক অধিকারে হস্তক্ষেপ করা হবে।' কিনতু, আদালতে সেই সওয়াল ধোপে টেকেনি। SSC-র নতুন নিয়োগ থেকে চিহ্নিত 'দাগি'দের বাদ দেওয়ার রায়ে হাইকোর্টের বিচারপতিরা পরিষ্কার লিখেছেন--- 'দাগি' প্রার্থীদের পক্ষে আপিলকারীদের যুক্তি যথাযথভাবে গ্রহণযোগ্য নয়। 'দাগি' প্রার্থীরা সমগ্র নির্বাচন প্রক্রিয়াকে কলঙ্কিত করেছেন, তা ভাল করে জেনেও তাদের যুক্তি সমর্থন করা উচিত ছিল না। যারা অন্য়ায় করেছে, তাদের সাহায্য় করা রাষ্ট্রের উচিত নয়। এতে ভুল বার্তা যায়।'




















