Sukanta Majumdar: 'এটা পশ্চিমবঙ্গ নাকি মিনি পাকিস্তান?' আক্রমণ সুকান্ত মজুমদারের | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Anan নিউটাউনে ব্যবসায়ীকে গুলি করে খুনের ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলাকে নিয়ে প্রশ্ন সুকান্ত মজুমদারের। 'এটা পশ্চিমবঙ্গ নাকি মিনি পাকিস্তান?' এক ব্যক্তিকে নৃশংসভাবে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হল।  এত বড় অপরাধের পরও খুনীরা এখনও অধরা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট সুকান্ত মজুমদারের।

পুলিশের দেখানো ছবিতে লাল জামা পরা ব্যক্তির পরিচয় ঘিরে রহস্য। পুলিশের দাবি খারিজ IMA রাজ্য শাখার, SSKM-এর চিকিৎসক বলে দাবি। লাল জামা পরা ব্যক্তি ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞ বলে দাবি লালবাজারের। লাল জামা পরা ব্যক্তি SSKM-এর PGT অভীক দে, পাল্টা দাবি IMA বেঙ্গলের। পড়ুয়াদের লেখা গ্রাফিতির উপরে সিভিক ভলান্টিয়ারের বাইক। তড়িঘড়ি সরাল পুলিশ। তুমুল বিক্ষোভ। অভিযুক্ত সিভিক ও ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে FIR। অবরোধ তুললেন প্রতিবাদীরা। আর জি কর কাণ্ডের প্রতিবাদে বিটি রোডে প্রতিবাদ। প্রতিবাদে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও প্রাক্তনীরা। অভিযোগ, প্রতিবাদীদের মধ্যে ঢুকে যায় এক সিভিক ভলান্টিয়ার। ওই সিভিক ভলান্টিয়ার মত্ত অবস্থায় ছিল, অভিযোগ বিক্ষোভকারীদের। অভিযোগ, ওই সিভিক ভলান্টিয়ারকে তড়িঘড়ি সরিয়ে নিয়ে যায় পুলিশ। এর প্রতিবাদে সিঁথি মোড়ে অবস্থান কর্মসূচি পড়ুয়া ও প্রাক্তনীদের। 'দু-একজন সিভিক ভলান্টিয়ার খারাপ হতে পারে', বললেন ফিরহাদ হাকিম। খবর প্রকাশ্যে আসার আগেই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার হয়েছে এবং কাজ থেকে বাদ দেওয়া হয়েছে। ফলে স্বাভাবিকভাবে সরকার কিন্তু সরকারের তরফ থেকে যা অ্যাকশন নেওয়ার একটা ঘটনা সামনে আসার পর যেটুকু হওয়া দরকার তা করেছে', মন্তব্য দেবাংশুর। ABP Ananda Live

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram