Kunal Ghosh: রাজ্যের হিংসার কথা অমিত শাহকে জানিয়েছেন শুভেন্দু অধিকারী, এই নিয়ে কী বলছেন কুণাল ঘোষ?
ABP Ananda Live: দিল্লিতে অমিত শাহ-শুভেন্দু অধিকারী বৈঠক। রাজ্যে একের পর এক হিংসা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নালিশ। চোপড়ার তাজমুল ওরফে জেসিবি থেকে আড়িয়াদহর জয়ন্ত সিংহ, মহিলাদের উপর তৃণমূল নেতাদের অত্যাচারের কথা শুনেছেন অমিত শাহ। ভোট পরবর্তী হিংসার বিষয়ে জানতে চেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আক্রান্তদের পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। চোপড়া, আড়িয়াদহ কোচবিহার, বাঁকড়ার ফুটেজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দিয়েছি, সোশাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই প্রসঙ্গে কুণাল ঘোষ বলেছেন, শুভেন্দু অধিকারী যা যা দাবি করেছেন যে তিনি অমিত শাহকে জানিয়েছেন, তার কোনও কিছু নিয়েই বৈঠকে আলোচনা হয়নি।
আরও খবর
কেন্দ্রীয় সরকারের দেওয়া টাকার অপব্যবহার করছে রাজ্য। এই অভিযোগ জানিয়ে বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গে দেখা করে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী।