TMC Against NIA: ভূপতিনগরকাণ্ডে তোলপাড়ের মধ্যেই এনআইএ-র বিরুদ্ধে বিস্ফোরক তৃণমূল। ABP Ananda Live

Continues below advertisement

West Bengal News: ভূপতিনগরকাণ্ডে (Bhupatinagar Incident) তোলপাড়ের মধ্যেই এনআইএ-র (NIA) বিরুদ্ধে বিস্ফোরক তৃণমূল (TMC)। সাদা প্যাকেটে মুড়ে টাকা লেনদেনের অভিযোগ কুণাল ঘোষের। '২৬ মার্চ এনআইএ-র এসপি ধনরাম সিংহর বাড়িতে যান বিজেপি নেতৃত্ব'। 'কাকে কাকে গ্রেফতার করতে হবে, তালিকা তুলে দেয় বিজেপি'। 'এনআইএ এসপি-র বাড়িতে যান বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি'। 'সন্ধে সাড়ে ৬টায় এনআইএ-র এসপি ধনরাম সিংহর বাড়িতে যান জিতেন্দ্র'। 'ভোট ঘোষণার পর আচরণ বিধি চলাকালীন এনআইএ-র এসপি-র বাড়িতে যান বিজেপি নেতা'। সাদা প্যাকেটে অর্থের লেনদেন হয়েছে, বিস্ফোরক দাবি তৃণমূলের। পুলিশের কাছে এফআইআর করে তদন্ত দাবি । এনআইএ এসপি ও জিতেন্দ্র তিওয়ারির ফোনের টাওয়ার লোকেশন খুঁজে দেখার দাবি। বিজেপির কাছ থেকে টাকা নিয়ে তৃণমূলের নেতাদের গ্রেফতারের অভিযোগ। অবিলম্বে এনআইএ এসপি ধনরাম সিংহর বিরুদ্ধে তদন্ত করুক পুলিশ, দাবি তৃণমূলের। ৪৮ ঘণ্টার মধ্যে সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ করার হুঁশিয়ারি। 'বিজেপির কথায় ২৪ ঘণ্টায় ৩ জন ডিজিপি বদল করে নির্বাচন কমিশন'। এখন কেন ধনরাম সিংহর বিরুদ্ধে তদন্ত করছে না কমিশন, প্রশ্ন তৃণমূলের। অবিলম্বে ধনরাম সিংহকে বাংলা থেকে বহিষ্কার করুক কমিশন, দাবি তৃণমূলের। ABP Ananda Live

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram