Sat Sokale seg1:'পানীয় জলের ব্যবস্থা না হলে, মিলবে না ভোট',বীরভূমে ফের ক্ষোভের মুখে TMC প্রতিনিধিরা

Continues below advertisement

কোথাও গাছের ডাল দিয়ে আটকানো হল পথ। কোথাও পানীয় জলের ব্যবস্থা না হলে, ভোট মিলবে না বলে হুঁশিয়ারি শুনতে হল। বীরভূমে ফের ক্ষোভের মুখে পড়লেন তৃণমূলের জন প্রতিনিধিরা। যা নিয়ে চড়েছে রাজনীতির পারদও।

দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে গিয়ে এবার সাধারণ মানুষের ক্ষোভের কথা শুনতে হল উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীকে! উদয়ন গুহর সামনেই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তুললেন এক গ্রামবাসী। বার্ধক্যভাতা নিয়ে প্রশ্নের মুখে পড়লেন আদিবাসী উন্নয়ন প্রতিমন্ত্রী। যা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি।

জলপাইগুড়িতে দিদির দূত কর্মসূচিতে মন্ত্রীর কাছে বয়স্ক ভাতা না পাওয়ার অভিযোগ জানালেন গ্রামবাসীরা। এদিন জলপাইগুড়ির বিকাশনগরে দিদির সুরক্ষাকবচ কর্মসূচির প্রচারে যান আদিবাসী উন্নয়ন প্রতিমন্ত্রী বুলু চিক বরাইক। মন্ত্রীর কাছে বয়স্ক ভাতা না পাওয়ার।

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram