Mahua Maitra : ঘুষের বিনিময়ে প্রশ্ন বিতর্কে মহুয়া মৈত্র, কী জানালেন লোকসভার এথিক্স কমিটির চেয়ারম্যান।
Continues below advertisement
ঘুষের বিনিময়ে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে প্রশ্ন করার অভিযোগ। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে অভিযোগ আইনজীবী জয় অনন্ত দেহাদ্রাই এবং বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের। 'দুজনকেই তলব করেছে এথিকস কমিটি, খুব শীঘ্রই ডাকা হবে মহুয়াকেও' , জানালেন এথিক্স কমিটির চেয়ারম্যান বিনোদ সোনকার।
Continues below advertisement