Weather Report: আজও তীব্র তাপপ্রবাহে সতর্কতা? দক্ষিণবঙ্গে বৃষ্টি কবে? কী বলছে আবহাওয়া দফতর?
ABP Ananda LIVE: দক্ষিণবঙ্গে (South Bengal) আজও চলবে তাপপ্রবাহ(Heatwave)। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে তীব্র তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি । তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি ঝাড়গ্রাম, বীরভূম ও পূর্ব বর্ধমানে। সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রোদে না বেরোতে পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। দুই বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে বিকেলের দিকে বজ্র বিদ্য়ুৎ সহ বৃষ্টির সম্ভাবনা । কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে(north bengal) ১৭ জুন পর্যন্ত বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আজ আলিপুরদুয়ার, কালিম্পং ও জলপাইগুড়িতে বৃষ্টির লাল সতর্কতা জারি । কোচবিহার ও দার্জিলিংয়ে বৃষ্টির কমলা সতর্কতা জারি । বৃষ্টির ফলে তিস্তা, তোর্সা, জলঢাকা ও সঙ্কোশ নদীর জলস্তর বাড়বে। কোথাও কোথাও কোথাও ধস নামতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।