Chopra News: চা বাগান দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ। ABP Ananda live
ABP Ananda Live: চা বাগান দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে গুলিবৃষ্টি। ছররা গুলিতে আহত বেশ কয়েকজন। ঘটনাস্থলে চোপড়া থানার পুলিশ। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে আক্রান্ত পুলিশ! দোকানদার ও ক্রেতার ঝামেলা মেটাতে গিয়ে মাথা ফাটল জঙ্গিপুরের এএসআইয়ের। আক্রান্ত এএসআইয়ের নাম কিশোর ঘোষ। পাল্টা লাঠি উঁচিয়ে ধাওয়া করে পুলিশ। বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি, আটক ১১। নন্দীগ্রামের সীতানন্দ কলেজে এবিভিপির (AVP) পতাকা টাঙানোকে কেন্দ্র করে উত্তেজনা। টিএমসিপি (TMC NEWS) ও এবিভিপি সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা, ধস্তাধস্তি। টিএমসিপির অভিযোগ এবিভিপির সমর্থকরা বহিরাগতদের এনে গন্ডগোল করার চেষ্টা করছে। এবিভিপির পাল্টা দাবি বহিরাগত এনেছে টিএমসিপিই। কসবায় ২ কাউন্সিলরের সংঘাত, শোকজ করল তৃণমূল। 'গত কয়েকদিন কলকাতা পুরসভার কিছু কিছু কাউন্সিলরের অনভিপ্রেত আচরণ লক্ষ্য করা যাচ্ছিল। এ বিষয়ে দল কঠোর অবস্থান নিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দলের ডিসিপ্লিনারি কমিটি ২ কাউন্সিলরকে শো কজ করেছে।