Madhyamik: মাধ্যমিকে স্কুলের ভূমিকায় কড়া নজর রাখছে পর্ষদ, নম্বরের গরমিলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি

Continues below advertisement

গতকালই বাতিল মাধ্যমিকের মূল্যায়নের ফর্মুলা ঘোষণা করেছে। এই ফর্মুলা অনুসারে পরীক্ষার্থীদের দেওয়া হবে মার্কশিট।  এ ব্যাপারে মাধ্যমিকে স্কুলের ভূমিকায় কড়া নজর রাখছে পর্ষদ। নম্বরে গরমিল থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে স্কুলগুলিকে হুঁশিয়ারি দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। বলা হয়েছে,  ‘নবমের বিষয় ভিত্তিক নম্বর জমা দিতে হবে ২৪ জুনের মধ্যে।ওয়েবসাইটের মাধ্যমে ২১ জুন থেকে নম্বর জমা দেওয়া যাবে। সেই নম্বরে গরমিল হলেই ব্যবস্থা নেওয়া হবে। , প্রয়োজনে নম্বরের রেজিস্ট্রার খাতা চাইতে পারে পর্ষদ।

বাতিল মাধ্যমিক পরীক্ষার কীভাবে মূল্যায়ন? শুক্রবার মাধ্যমিক শিক্ষা পর্ষদ সাংবাদিক বৈঠকে জানিয়েছিল মূল্যায়নের পদ্ধতি। নবমের মার্কশিট, দশমের অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে মাধ্যমিকের ফলাফল। ৫০-৫০ শতাংশ হারে ২০২১-এর মাধ্যমিকের মার্কশিট দেওয়া হবে। নবম শ্রেণীর মার্কশিট ও দশম শ্রেণীর অভ্যন্তরীন মূল্যায়ণকে সমান গুরুত্ব দিয়ে মার্কশিট দেওয়া হবে।   এই মূল্যায়নে সন্তুষ্ট না হলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে বসা যাবে পরীক্ষায়।  পরীক্ষায় বসলে, সেই পরীক্ষার রেজাল্টই চূড়ান্ত বিবেচিত হবে বলে জানাল মধ্যশিক্ষা পর্ষদ। 

শুক্রবার একই সাবগবাদিক সম্মেলন থেকেই উচ্চমাধ্যমিক পড়িইকাহ্র মূল্যায়নের পদ্ধতিও জানিয়েছিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।



 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram