Amit Shah: 'অনুপ্রবেশকারীরাই মমতার ভোট ব্যাঙ্ক', বুনিয়াদপুরের সভা থেকে মন্তব্য অমিত শাহর। ABP Ananda Live
West Bengal News: 'বালুরঘাটে ভিড় দেখেই বোঝা যাচ্ছে ভোট শেষ হয়ে গিয়েছে', 'সোনার বাংলায় আজ বোমাবাজি-কাটমানির সংস্কৃতি', 'বাংলায় অনুপ্রবেশ বন্ধ করতে পারবেন মমতা?', 'অনুপ্রবেশকারীরাই মমতার ভোট ব্যাঙ্ক', 'দেশে ৩৭০ আসন পার করবে বিজেপি','কাশ্মীরে ৩৭০ ধারা খারিজ করেছেন মোদি, বিরোধীরা আপত্তি তুলেছিল', 'তোষণের রাজনীতি করে বিরোধী, সে জন্যই রাম মন্দির তৈরির বিরোধী', 'দেশে ৩৭০ আসন পার করে বাংলা থেকে মমতার সরকারকে উৎখাত করতে হবে', 'সিএএ নিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করছেন মমতা','মমতা বলছেন, সিএএ-তে আবেদন করলে বিদেশি হয়ে যাবেন', 'এটা মোদি সরকারের আইন, কেউ বদলাতে পারবেন না', 'শরণার্থীদের নাগরিকত্ত্ব দেবেই মোদি সরকার', 'বাংলার শরণার্থীরা ভয়মুক্ত হয়ে সিএএ-র জন্য আবেদন করুন', 'তোষণের রাজনীতি করা তৃণমূল সিএএ-কে রুখতে পারবে না'
'ভূপতিনগর বিস্ফোরণে হাইকোর্টের নির্দেশে এনআইএ তদন্ত', 'অথচ সেই এনআইএ-র বিরুদ্ধেই মামলা করেছে মমতার পুলিশ', 'ভূপতিনগর বিস্ফোরণে অভিযুক্তদের বাঁচাতে চাইছেন মমতা''সন্দেশখালিতে দিনের পর পর মহিলাদের ওপর অত্যাচার', 'তোষণের রাজনীতির জন্যই অপরাধীদের বাঁচাতে চাইছেন মমতা', 'সন্দেশখালির মতো লজ্জাজনক ঘটনা নিয়েও রাজনীতি করছেন মমতা', 'এবার আপনারা ভোট দেবেন, আর কারেন্ট লাগবে মমতার', বুনিয়াদপুরের সভা থেকে বললেন অমিত শাহ (Amit Shah)। ABP Ananda Live