Amit Shah: 'বিজেপির সরকার হলে সন্দেশখালির ঘটনায় যুক্তরা রেহাই পাবে না', হুঙ্কার শাহের
Continues below advertisement
বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকারের সমর্থনে প্রচারে এসে ফের অমিত শাহের মুখে সন্দেশখালির প্রসঙ্গ। ' সন্দেশখালির মতো ঘটনা পৃথিবীতে কোথাও হয়নি'। 'এর সঙ্গে যারা যুক্ত তাদের সবার জেলে যাওয়া উচিত'। 'এখানে বিজেপির সরকার হলে এদের কেউ রেহাই পাবে না'।
বর্ধমানের মেমারির জনসভায় হুঙ্কার অমিত শাহের।
Continues below advertisement