West Bengal Election 2021: 'পার্টি অফিসের চেয়ার ভাঙলে পুলিশের মাথা ভাঙব', TMC প্রার্থীর হুমকি Viral

Continues below advertisement

খড়দার (Kharda) তৃণমূল কংগ্রেস (TMC) প্রার্থীর বার্তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তাঁর হুঁশিয়ারি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। খড়দার তৃণমূল কংগ্রেস প্রার্থী কাজল সিনহা (Kajal Sinha) পুলিশের (Police) উদ্দেশ্যে বলেন, ‘আগামী দিনে আমার পার্টি অফিসের একটা চেয়ারও যদি ভাঙে তাহলে পুলিশের মাথা ভেঙে দেব। আমার ছেলেরা মার খাবে আর আমি চুপ করে বসে থাকব, এত ভাল লোক আমি নই। পুলিশকে মনে রাখতে হবে ২ মে-র পর নির্বাচন কমিশন (Election Commission) থাকবে না।’ গতকাল বিলকান্দা এলাকায় কর্মিসভায় অনুব্রত মণ্ডলের সুরে পুলিশকে হুমকি দেন তিনি। এনিয়ে তৃণমূল নেতৃত্ব অথবা প্রার্থীর প্রতিক্রিয়া এখনও মেলেনি। তবে বিজেপি (BJP) সাংসদ অর্জুন সিংহ (Arjun Singh) বলেন, ‘পুলিশকেই মারবে আবার এই পুলিশই দলদাস হয়ে থাকবে। পুলিশের বোঝা উচিত এরা আগামীদিন কী প্রশাসন চালাবে। আমি নির্বাচন কমিশনকে জানানোর ব্যবস্থা করছি।’

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram