West Bengal Election 2021: 'পিতৃতন্ত্রবাদ-ব্রাক্ষণ্যবাদ থেকে আসে এই বস্তাপচা মানসিকতা', দিলীপের মন্তব্যের তীব্র প্রতিবাদ বাম প্রার্থী দীপ্সিতার
মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) 'অশালীন' ভাষায় আক্রমণ দিলীপ ঘোষের (Dilip Ghosh)। ২৩ মার্চ জনসভায় দিলীপের মন্তব্যে বিতর্ক। প্রতিবাদে সরব তৃণমূল কংগ্রেস। 'এই বিকৃতমনস্ক হনুমানরা বাংলা জয়ের কথা ভাবছে?' পাল্টা তৃণমূল। দিলীপ ঘোষ বলেছিলেন, "প্লাস্টার কাটা হয়ে গেল। ক্রেপ ব্যান্ডেজ বাঁধা হয়ে গেছে। আর পা তুলে তুলে সবাইকে দেখাচ্ছেন। শাড়ি পরে আছেন অথচ একটা পা ঢাকা, আর একটা পা খোলা। এরকম শাড়ি পরতে দেখিনি। যদি পা টা বার করেই রাখেন শাড়ি কেন বারমুডা পরতে পারেন। তাহলে পরিষ্কার দেখা যায়। কত নাটক দেখব আর?" এই নিয়ে সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর বলেন, "এই বস্তাপচা মানসিকতা পিতৃতন্ত্রবাদ, ব্রাক্ষণ্যবাদ থেকে আসে। এই ধরনের লোকজনই বিশ্বাস করেন মহিলাদের জন্ম হয় শুধু বিয়ে দিয়ে তাদের অন্যের বাড়িতে পাঠানোর জন্য। মহিলাদের জন্ম হয় যাতে তারা পুরুষ মানুষের দাসী, পুরুষের সেবা করতে পারে। যে কথা দিলীপবাবু বলেছেন, সেই কথার নিন্দার কোনও ভাষা নেই। তবে একই সঙ্গে বলা উচিত পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বিভিন্ন সময় যে মহিলাদের উপর কুরুচিকর মন্তব্য করেছে সেগুলো আমরা ভুলে যাইনি।"