Entertainment:নান্দীকারের বার্ষিক নাট্যোৎসবের আয়োজনের আগে অভিমানের সুর রুদ্রপ্রসাদ সেনগুপ্তর কন্ঠে
ABP Ananda Live: ডায়মন্ড দিদি জিন্দাবাদ তো শেষ হয়ে গিয়েছে! তাহলে ডোনা আর অয়ন শীতের দুপুরে ময়দানে কী করতে গিয়েছেন? প্রেম করছেন? নাকি সিরিয়াল শেষ হওয়ার পর হঠাৎ রাস্তায় ট্রাম লাইন সাজার ইচ্ছে হয়েছে? গল্পটা কী বলুন তো?
সিনেমা প্রচার পায়, নাটক পায় না। সমাজের কাছে নাটক দুয়োরানি। নান্দীকারের বার্ষিক নাট্যোৎসবের আয়োজনের আগে অভিমানের সুর রুদ্রপ্রসাদ সেনগুপ্তর কন্ঠে।
কথা বললেই কথার খোঁচা। সাহেব আর সুস্মিতা একে অপরকে কি সহ্য করতে পারছে না? নাকি প্রেমের বহিঃপ্রকাশের জন্য ঝগড়ার ভাষাই বেছে নিলেন নায়ক-নায়িকা?
সাজঘরে ঘোরতর বাকযুদ্ধ শুরু হয়ে গেল! রোশনাইয়ের শ্যুটিংয়ের ফাঁকে সাজঘরে কি নিয়ে বাধল গোলযোগ? সিরিয়ালের চট্টোপাধ্যায় পরিবারের সম্পর্কই কি বাস্তবে তারকাদের মধ্যেকার সমীকরণ? মানে, গন্ডগোল কি সাংসারিক না ব্যক্তিগত? গন্ডগোল আদৌ আছে না ঠাট্টা ইয়ার্কি উচ্চস্বরে চলছে... স্বাভাবিক বাঙালি স্বভাবসিদ্ধ ভঙ্গিতে... চলুন তো দেখি! বিয়ে বাড়িতে বিষম কাণ্ড। বেনারসী গায়ে চাপিয়ে পারুল বসল পিঁড়িতে। কিন্তু তারপর, পাত্র গেল পাল্টে। দাদুর কথায় সিনে এবার এন্ট্রি নেবে রায়ান। তারপর কী হবে? চলুন, পরিণীতার সাজঘরে গিয়েই শোনা যাক ঈশানী আর উদয়ের বয়ান।