'কোনওদিন মনে হয়নি এমন ব্যক্তিত্বের এমন পরিণতি হবে!' প্রতিক্রিয়া রাজীব শুক্লর
Continues below advertisement
অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যা। মুম্বইতে নিজের বাড়িতে আত্মহত্যা করেন তিনি। বান্দ্রায় নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। ১৯৮৬-তে পটনায় জন্ম সুশান্তের। মাত্র ৩৪ বছর বয়সে আত্মঘাতী সুশান্ত। জানা গেছে, সুশান্তর পরিচারক ফোন করে পুলিশকে এই খবর দেন। সূত্রের খবর, বেশ কিছুদিন ধরে অবসাদে ভুগছিলেন তিনি। চলছিল চিকিৎসাও। তাঁর ঘর থেকে তেমন বেশকিছু কাগজপত্র ও ওষুধ মিলেছে, তা থেকে স্পষ্ট যে,তিনি অবসাদের চিকিৎসা করাচ্ছিলেন। লকডাউনের সময় একাই ছিলেন সুশান্ত। প্রসঙ্গত, কয়েকদিন আগেই আত্মহত্যা করেন তাঁর প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়াঁ।
Continues below advertisement
Tags :
ABP Live Sushant Singh Rajput Suicide Abp Ananda Bollywood Sushant Singh Rajput Sushant Singh Rajput Death