Koel Mallick: পরিবারে অশান্তি হলে পাশের বাড়িতে গিয়ে ঝামেলার কথা বলব না: কোয়েল মল্লিক
ABP Ananda LIVE: তাঁর কাছে যখন প্রথম সিনেমার অফার আসে, বাবা আড়ালে পরিচালককে বলেছিলেন, সিনেমা থেকে মেয়েকে বাদ দিয়ে দিতে। তার কারণ আর অন্য কিছু নয়, বাবার মনে হয়েছিল, মেয়ে এই দায়িত্ব নিতে পারবে না। ২০ বছর পেরিয়ে, সেই মেয়েই এখন টলিউডের প্রথম সারির নায়িকা। কোয়েল মল্লিক ( Koel Mallick)। আজ মুক্তি পেল তাঁর নতুন সিনেমা, স্বার্থপর। ১৬ বছর পরে ফের বাবা রঞ্জিত মল্লিকের সঙ্গে পর্দা ভাগ করলেন কোয়েল। এবিপি লাইভ বাংলার সঙ্গে দেওয়া আড্ডায় কোয়েল ভাগ করে নিলেন রিল থেকে রিয়েল লাইফ।
একসময়ে টলিউডের সমস্যা মিটিয়েছি,এখনও কেউ কাজ পাচ্ছে না শুনলে খারাপ লাগে: রঞ্জিত মল্লিক
পর্দায় তিনি মানেই, মানুষ তাঁর থেকে প্রত্যাশা করে আদর্শবাদের কথা। সেই আদর্শবাদ যেন তিনি নিজেও পালন করে গিয়েছেন জীবনভোর। তিনি জনপ্রিয় অভিনেতা, জনমানসেও তাঁর ভীষণ স্বচ্ছ একটা ছবি রয়েছে। তিনি রঞ্জিত মল্লিক (Ranjit Mallick)। কাজ করেছেন উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো কিংবদন্তি অভিনেতাদের সঙ্গে। একটা সময়ে নিজেও চুটিয়ে কাজ করেছেন টলিউডে। একেবারে প্রথম সারির নায়ক হিসেবে। সময় বদলেছে, তবে এখনও তাঁকে পর্দায় সমানভাবেই দেখতে চান মানুষ। তবে এখন, রঞ্জিত মল্লিকের আরও একটা পরিচয় রয়েছে। তিনি কোয়েল মল্লিক (Koel Mallick)-এর বাবা। মেয়ে কোয়েল এখন টলিউডের প্রথম সারির অভিনেত্রী। সেই মেয়ের সঙ্গেই, ১৬ বছর বাদে পর্দা ভাগ করছেন রঞ্জিত মল্লিক। ছবির নাম, 'স্বার্থপর'। সেই ছবি নিয়ে আড্ডা দিতে গিয়ে, রঞ্জিত মল্লিকের মুখে উঠে এল, টলিউডের একাল সেকাল আর পরিবারের কথা।






















