Kolkata News: পয়লা নভেম্বর এক মঞ্চে আসছে প্রথম সারির ৪টি ব্যান্ডের সদস্যরা
ABP Ananda Live: পয়লা নভেম্বর এক মঞ্চে আসছে প্রথম সারির ৪টি ব্যান্ডের সদস্যরা। গীতাঞ্জলি স্টেডিয়ামে ইউনিটি কনসার্ট নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে অংশ নেবে ফসিলস, চন্দ্রবিন্দু, লক্ষ্মীছাড়া, ইউফোরিয়া। গো এভরিহোয়ার ট্যুরস এন্ড ট্রাভেলস লিমিটেড এই সঙ্গীত সন্ধের আয়োজক।
‘চাকরিহারাদের বাড়তি ১০ নম্বর দেওয়া যাবে না’, এবার পথে নামলেন SSC-র নতুন পরীক্ষার্থীরা
শূন্য়পদ বাড়ানোর দাবিতে এবার পথে নামলেন SSC-র নতুন পরীক্ষার্থীরা। বিকাশ ভবন অভিযানে নামলেন নতুন পরীক্ষার্থীদের একাংশ। বৃষ্টি মাথায় নিয়েই বিকাশ ভবনের দিকে এগোতে শুরু করেন সকলে। কিন্তু গোড়াতেই পুলিশের কাছে বাধা পান তাঁরা। দলবেঁধে নয়, কয়েক জনকে প্রতিনিধিই বিকাশভবন যেতে দেওয়া যেতে পারে বলে জানায় পুলিশ। সেই নিয়ে তর্কে জড়িয়ে পড়ে দুই পক্ষ। শেষে অবস্থান বিক্ষোভে বসার সিদ্ধান্ত নেন বিক্ষোভকারীরা। মূলত চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের বাড়তি ১০ নম্বর দেওয়া নিয়েই আপত্তি এঁদের। (SSC Agitation)






















