Raj-Subhasree: 'ইউভান আর ইয়ালিনির জন্মের পরে বুঝতে পেরেছি বাবা-মায়ের কথার গুরুত্ব: রাজ-শুভশ্রী | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP LIVE Exclusive: বাবা-মা হিসেবে নয়, এই গল্পটা বলা জরুরি বলে মনে হয়েছিল একজন সন্তান হিসেবে। প্রথমবার পারিবারিক ছবির আঙ্গিনায় পা রাখছেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। সঙ্গী অবশ্যই শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)। তবে শুধু তিনিই নন, এই ছবিতে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, অনুসূয়া সরকার, খরাজ মুখোপাধ্যায় ও মিঠুন চক্রবর্তীর মতো দক্ষ সব অভিনেতা। এই ছবি এক বাবা ছেলের সম্পর্কের গল্প বলে। আর সেই ছবিতে অভিনয় বা পরিচালনা করতে গিয়ে কী কী পরিবর্তন এল রাজ-শুভশ্রীর জীবনে? সেই কথাই তুলে ধরলেন পরিচালক ও অভিনেত্রী। 'সন্তান'-এর গল্প বলা জরুরি বলে মনে হয়েছিল কেন? রাজ বলছেন, 'যখন এই ছবিটার চিত্রনাট্য লেখা হচ্ছে, তখন থেকে আমি এই ছবিটার সঙ্গে ভীষণভাবে জড়িয়ে। আমার এই ছবিটার কাজ করতে করতে কেবলই নিজের বাবার কথা মনে পড়ে যাচ্ছিল। নিজের বাবার সঙ্গে কী কী বিষয়ে মতবিরোধ হত, আমার বাবা মায়ের সঙ্গে আমার পরিবারের কেমন সম্পর্ক ছিল.. এই সমস্ত ভাবনা আসছিল। এই সিনেমাটা করতে গিয়ে নিজেকে নতুন করে আবিষ্কার করেছি। সন্তান হিসেবে মনে হয়েছে আমি কোনও ভুল করিনি তো? যদি আমার কোনও ভুল হয়ে গিয়ে থাকে, সেটা বুঝতে পারছিলাম। বাবা-মায়েরা বলতেন, 'যখন তোমার সন্তান হবে তখন তুমি বুঝতে পারবে, তোমায় কী বলছি'। সত্যিই তাই, আর এখন আমার জীবনে যখন ইউভান আর ইয়ালিনি এসেছে, বুঝতে শিখেছি বাবা মায়েরা কী বলত।' কথার রেশ টেনে নিয়ে শুভশ্রী বললেন, 'আমার ক্ষেত্রেও তাই। একজন সন্তান হিসেবে যখনই চিত্রনাট্যটা শুনেছি, তখনই একাত্ম হতে পেরেছি গল্পটার সঙ্গে। হ্যাঁ 'সন্তান' হয়তো আমার জীবনের গল্প নয়, কিন্তু সন্তান হিসেবে সারাক্ষণ মনে হয়েছে, ঠিকভাবে যত্ন করতে পারছি তো? দিনে যদি ২বার ফোন করি তাহলে আরও ১০ বার যোগ করে দিই সেটায়। যা যা করি, মনে হয়েছে যদি আরও একটু করতে পারতাম। আমার মনে হয়, প্রত্যেকেই এভাবে ভাবতে শুরু করবে এই ছবিটা দেখার পরে।'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram