Cancer Patient Harassments: হয়রানির শিকার ক্যান্সার-আক্রান্ত, ৩ হাসপাতাল ঘুরে ঠাঁই মিলল SSKM-এ

Continues below advertisement

ক্যান্সার রোগীকে নিয়ে ৩টি সরকারি হাসপাতালে ঘুরে 'হয়রানি'। প্রায় সাড়ে ১৭ ঘণ্টা পর এসএসকেএমে ভর্তি হলেন রোগিণী। প্রথমে রোগিণীকে নিয়ে যাওয়া হয় মেডিক্যাল কলেজে। রাত সাড়ে ৯টায় বলা হয় চিকিৎসা সম্ভব নয়। এরপর ন্যাশনাল মেডিক্যালে গেলেও সেখানে তাঁর জায়গা হয়নি। এরপর ক্যান্সার আক্রান্ত রোগিণী নিয়ে যাওয়া হয় এসএসকেএমে। সেখানেও জরুরি বিভাগের সামনে দীর্ঘক্ষণ ফেলে রাখা হয় বলে অভিযোগ। গভীর রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা গিয়েছে। এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া মেলেনি। 

ভোট পরবর্তী হিংসার তদন্তে কাঁকুড়গাছি, ভাটপাড়া, জগদ্দল ও আমডাঙায় গেল জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল। মৃতদের পরিবারের সঙ্গে কথা বলেন প্রতিনিধি দলের সদস্যরা। স্থানীয় থানার সঙ্গেও কথা বলে প্রতিনিধি দল। ২ মে বিধানসভা ভোটের ফল ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় ঘটেছে অশান্তির ঘটনা।  একে অপরের দিকে আঙুল তুলেছে তৃণমূল ও বিজেপি। জল গড়ায় আদালত পর্যন্ত। ভোট পরবর্তী অশান্তি নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয় একাধিক মামলা। গত সপ্তাহে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ নির্দেশ দেয়, প্রয়োজনে জাতীয় মানবাধিকার কমিশন অনুসন্ধান করতে পারে। এর পরি শুক্রবার ভোট পরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখতে উত্তর ২৪ পরগনা ও কলকাতার বেশ কয়েকটি জায়গায় যায় জাতীয় মানবাধিকার কমিশনের ৩ সদস্যের প্রতিনিধি দল।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram