Corona Vaccine News: 'প্রথম দফার টিকাকরণে সফলতার পরই সাধারণ মানুষকে টিকা দেওয়ার সিদ্ধান্ত', কেন্দ্রের ঘোষণা নিয়ে মন্তব্য চিকিৎসক দীপ্তেন্দ্র সরকারের

Continues below advertisement

১লা মার্চ থেকে সরকারি (Government) হাসপাতালের (Hospital) পাশাপাশি বেসরকারি (Private) হাসপাতালগুলিতে মিলবে করোনা (Corona) টিকা (Vaccination)। টাকার বিনিময়ে সাধারণ মানুষের জন্য পাওয়া যাবে কোভিড (COVID) ভ্যাকসিন। টিকার দাম ২-১ দিনের মধ্যেই ঠিক করবে কেন্দ্রীয় সরকার। আপাতত, ৬০ বছরের ঊর্ধ্বে হলেই মিলবে করোনার টিকা। তাছাড়া, কোমর্বিডিটি থাকলে ৪৫ বছরের ঊর্ধ্বেও ভ্যাকসিন। এই বিষয়ে চিকিৎসক দীপ্তেন্দ্র সরকারের (Doctor Deeptendra Sarkar) বক্তব্য, তিনি কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানাচ্ছেন। কেউ চাইলে সরকারি হাসপাতালে বিনামূল্যে টিকা নিতে পারেন, আবার কেউ চাইলে দাম দিয়ে বেসরকারি হাসপাতাল থেকেও নিতে পারবেন। এটি খুব ভালো উদ্যোগ। তাঁর মতে, প্রথম দফার টিকাকরণের মাধ্যমে সরকার ধারণা পেয়েছে যে এই টিকা থেকে কোনও অস্বাভাবিক ও ক্ষতিকারক প্রভাব পড়ছে কিনা। আশ্বস্ত হওয়ার পরেই সাধারণ মানুষকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়াই উচিত হয়েছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram