Mamata Banerjee: 'দিদির হাতেই সংখ্যালঘুরা নিরাপদ, মোদির হাতে নয়', পঞ্চায়েত ভোটের প্রচারে বললেন মমতা
Continues below advertisement
CM Mamata Banerjee: সংখ্যালঘু ভোট টানতে মরিয়া তৃণমূল (tmc)-বিজেপি (BJP) দুই দলই। দিদির হাতেই সংখ্যালঘুরা নিরাপদ, মোদির হাতে নয়। জলপাইগুড়িতে পঞ্চায়েত ভোটের প্রচারে গিয়ে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিশানা করলেন প্রধানমন্ত্রীকেও (Prime Minister)। মুসলিমদের নিয়ে সত্যিকারের চিন্তা করলে, তাঁরা শিক্ষা ও উপার্জনে পিছিয়ে থাকত না। ভোপালে বিরোধীদের একযোগে আক্রমণ করলেন নরেন্দ্র মোদি।
Continues below advertisement