Mohua Moitra: মহুয়া ইস্যুতে তৃণমূল পাশে না দাঁড়ালেও দলীয় সাংসদের পাশে ফিরহাদ। ABP Ananda Live
Continues below advertisement
Firhad Hakim: মহুয়া (Mohua Moitra) ইস্যুতে তৃণমূল পাশে না দাঁড়ালেও দলীয় সাংসদের পাশে ফিরহাদ (Firhad Hakim)। মহুয়া সরব বলেই হয়তো ষড়যন্ত্রের শিকার, দাবি ফিরহাদ হাকিমের। 'দলের কী অবস্থান আমি জানি না, আমি তো দলের মুখপাত্র নই'। 'আমি মনে করি, মহুয়া যেহেতু মোদি সরকারের (Modi Govornment) বিরুদ্ধে প্রশ্ন তোলেন, তাই বিপাকে ফেলার চেষ্টা'। 'আদানিকে বাঁচাতে এত চেষ্টা করছে কেন বিজেপি?' মহুয়া মৈত্রের কণ্ঠরোধের চেষ্টা, ষড়যন্ত্রের শিকার, দাবি ফিরহাদের। মহুয়া বিতর্কে জড়াতে চায় না শাসক দল, গতকাল বুঝিয়ে দেন কুণাল (Kunal Ghosh)। এ বিষয়ে যা বলার মহুয়া বলবেন, গতকাল মন্তব্য কুণালের। তৃণমূল মুখপাত্রের একসুর, মন্ত্রীর গলায় ভিন্ন সুর
Continues below advertisement
Tags :
Bangla News Bangla News Live ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Tmc ABP Ananda Bengali News Firhad Hakim - Bengali News